ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

চীনের সঙ্গে বৈঠকে বসার কোনো পরিকল্পনা নেই: জাপান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, সেপ্টেম্বর ২৩, ২০১০

জাতিসংঘ: চীনা নাবিকের মুক্তির বিষয়ে আলোচনা করতে জাপান ও চীনের মধ্যে বৈঠক হওয়ার কোনো সম্ভাবনা নেই। জাপানের একজন শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানান।



জাপানের পররাষ্ট্র মন্ত্রী সিজি মেহেরার প্রেস সেক্রেটারি সাতোরু সাতো বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা একটি বার্তা পাঠিয়ে চীনের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা প্রকাশ করেছি। কিন্তু এখনো কোনো উত্তর পাইনি।  

মেহেরা জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান এবং চীনের প্রধান মন্ত্রী ওয়েন জিয়াবাও বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছে। কিন্তু সাতো বলেন তাদের মধ্যে বৈঠকের কোনো পরিকল্পনা নেই।

চীনের প্রধানমন্ত্রী হুমকি দিয়ে বলেছেন, যদি জাপান নাবিকদের এখনো ছেড়ে না দেয় তবে তারা ব্যবস্তা নেবে। দুই সপ্তাহ আগে জাপানের কোস্টগার্ড পূর্ব চীন সাগর থেকে ওই নাবিককে আটক করে।

বাংলাদেশ সময়: ১৮২০ঘণ্টা, সেপ্টেম্বর ২৩,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।