বোগোতা: কলম্বিয়ার সেনাবাহিনীর সদস্যদের একটি পরিকল্পিত আক্রমণে বৃহস্পতিবার বামপন্থী গেরিলা বাহিনী ফার্ক-এর একজন শীর্ষ নেতা নিহত হয়েছেন। দেশটির সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দেশটির প্রতিরা কর্মকর্তারা একে ‘এ পর্যন্ত সবচে জোরালো হামলা’ হিসেবে অভিহিত করেছেন। বৃহস্পতিবার সকালে ৮টায় বিদ্রোহীর অবস্থান নেওয়া একটি শক্তঘাঁটিতে হামলায় চালানো হয়।
নিহত ওই মাওবাদী নেতার নাম জর্জ ব্রিসেনো সুয়ারেস (৫৭)। তিনি ফার্কের সামরিক প্রধান।
ওয়াশিংটন থেকে ব্রিসেনোকে ফার্কের একজন প্রধান নেতা হিসেবে অভিহিত করা হয়েছে। বিশ্বব্যাপী শত শত টন কোকেন উৎপাদন, বণ্টনসহ মাদক পাচার অভিযান পরিচালনা করেন ব্রিসেনো--এমনটাই মনে করে ওয়াশিংটন।
কলম্বিয়ার সরকার জানিয়েছে, ব্রিসেনোর বিরুদ্ধে খুন, অপহরণসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে তাকে তুলে দেওয়ারও অনুরোধ ছিলো।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা বিষয়ক বাহিনীর মুখপাত্র মাইক হ্যামার বলেন, ‘কলম্বিয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিজয়। ’
ব্রিসেনো ভিক্টোর হুলিও সুয়ারেস রোজার্স বা আলিয়াস মোনো নামেও পরিচিত। মনে করা হয়, তিনজন মার্কিন নাগরিক বন্দী রাখার পেছনে তার হাত আছে। কয়েক বছর ওই মার্কিনীদের কলম্বিয়ার বিভিন্ন জঙ্গলে আটকে রাখা হয়।
ফার্কসহ কলম্বিয়ার বিভিন্ন বিদ্রোহী গ্র“প গত আগস্টে হুয়াল মানুয়েল সান্তোস মতায় আরোহনের পর থেকে আক্রমণ বাড়িয়ে দিয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার পর সান্তোস বিদ্রোহীদের দমন করার অঙ্গীকার করেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০