ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ট্যানারি মালিকদের জরিমানা কমে প্রতিদিন ১০ হাজার টাকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
ট্যানারি মালিকদের জরিমানা কমে প্রতিদিন ১০ হাজার টাকা

ঢাকা: রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর না করা পর্যন্ত ১৫৪ ট্যানারি শিল্প মালিককে  হাইকোর্টের করা জরিমানার পরিমাণ প্রতিদিন ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ১০ হাজার টাকা ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ জরিমানার অর্ধেক লিভার ফাউন্ডেশনকে দেওয়ার আদেশও দিয়েছেন সর্বোচ্চ আদালত।

হাইকোর্টের জরিমানার বিরুদ্ধে ট্যানারি মালিকপক্ষের আবেদনের বিষয়ে সোমবার (১৮ জুলাই) এ আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ।

আদালতে ট্যানারি মালিকদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস ও ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। রিট আবেদনকারী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০১ সালে ট্যানারি শিল্প হাজারীবাগ থেকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। দীর্ঘদিন ধরে ওই আদেশ বাস্তবায়িত না হওয়ায় অন্য এক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারির মধ্যে হাজারীবাগের ট্যানারি শিল্প অন্যত্র সরিয়ে নিতে ২০০৯ সালের ২৩ জুন হাইকোর্ট ফের নির্দেশ দেন।

সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পরে ওই সময় সীমা কয়েক দফা বাড়িয়ে ২০১১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়। কিন্তু এ সময়ের মধ্যেও স্থানান্তর না হওয়ায় আদালত অবমাননার মামলা করেন পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে মনজিল মোরসেদ।

এ মামলার পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১৫ এপ্রিল আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। পরে গত বছরের ২১ এপ্রিল আদালতের তলবে হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেন শিল্প সচিব।

গত ১৩ এপ্রিল হাজারীবাগে এখনও যেসব ট্যানারি ব্যবসা পরিচালনা করছে তাদের তালিকা চেয়েছিলেন হাইকোর্ট।

আদালতের এ আদেশ অনুসারে শিল্প সচিবের পক্ষে আইনজীবী রইস উদ্দিন গত ১৬ জুন ১৫৫টি ট্যানারির তালিকা হস্তান্তর করেন। তিনি জানান, এর মধ্যে কেবল রিলায়েন্স ট্যানারি লিমিটেড ইউনিট-২ নামে একটি প্রতিষ্ঠান সাভারে স্থানান্তর করা হয়েছে বলে জানান শিল্প সচিব। বাকি ১৫৪টি স্থানান্তরিত হয়নি।

এরপর ওইদিনই  আদালতের আদেশ অমান্য করে পরিবেশ দূষণ করায় হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর না করা পর্যন্ত ১৫৪ ট্যানারিকে প্রতিদিন ৫০ হাজার টাকা করে জরিমানা করে এ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

গত ২৭ জুন হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে বাংলাদেশ ট্যানারিজ অ্যাসোসিয়েশন (বিটিএ) ও ফিনিশড লেদার অ্যাসোসিয়শন।

২৮ জুন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে ১৭ জুলাই শুনানির জন্য আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

রোববার (১৭ জুলাই) পূর্ণাঙ্গ বেঞ্চে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।