ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৪ ও ২৫ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৪ ও ২৫ ফেব্রুয়ারি

ঢাকা: ঢাকা আইনজীবী সমিতির ২০২১-২২ মেয়াদে কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর পিপি আব্দুল্লাহ আবু এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী ৩১ জানুয়ারি এবং ১, ২ ও ৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়া যাবে৷ ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ৭ ফেব্রুয়ারি খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ৮ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার ও একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

২০২০-২১ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপ‌তি-সাধারণ সম্পাদকসহ ১০টি প‌দে বিএন‌পিপ‌ন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক‌্য প‌্যা‌নেল (নীল প‌্যা‌নেল) জয়ী হ‌য়। ত‌বে নির্বাচ‌নে ২৩‌টি প‌দের ম‌ধ্যে ৮টি সম্পাদকীয়সহ সংখ‌্যাগ‌রিষ্ঠ ১৪‌টি প‌দে জয়ী হন সরকারপ‌ন্থি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের (সাদা প‌্যা‌নেল) প্রার্থীরা।  

বালাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
কেআই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।