রাঙামাটি: রাঙামাটিতে পার্বত্য শান্তিচুক্তি দিবসে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ ডিসেম্বর) সকালে কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পিসিজেএসএসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ঊষাতন তালুকদার।
তিনি বলেন, রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। জোর করে অস্ত্র দিয়ে এসব সমস্যা সমাধান করা যাবে না।
রাঙামাটি আসনের সাবেক এ সংসদ সদস্য আরও বলেন, আমরা অধিকার আদায়ে মাঠে নেমেছি। অধিকার আদায় করে ঘরে ফিরবো।
সাবেক এ গেরিলা নেতা বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে না। অস্ত্র যেদিন জমা দিয়েছি সেদিনই সশস্ত্র কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আমরা পিছিয়ে পড়া পাহাড়িদের অধিকারের কথা বলতে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছি, যাতে দ্রুত পার্বত্য চুক্তির সব ধারা বাস্তবায়ন করে সরকার।
সংগঠনটির জেলা সভাপতি গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃত রঞ্জন চাকমা, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুদ, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি ভবতোষ দেওয়ান এবং পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মণি চাকমাসহ সংগঠনটির অন্যান্য নেতারা।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
এসএম