ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
সুনামগঞ্জ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেলিম আহমদ মীর (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার মিরপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম একই জেলার  দিরাই উপজেলার মকসদপুর গ্রামের আবুল ফজল মীরের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার মিরপুর বাজারে এক প্রবাসীর বাসার তিন তলার ছাদে বিদ্যুতের কাজ করছিলেন সেলিম। এ সময় ছাদের পাশে দিয়ে যাওয়া বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।  

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সরদ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এসএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।