ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্কুলে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স চাপায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
স্কুলে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স চাপায় শিশু নিহত

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে স্কুলে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের চাপায় মাসাপ্রু মারমা (২) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের গবামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসাপ্রু উপজেলার দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ও ম্রাচাইন্দা মারমার সন্তান। সে গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, সকালে বিদ্যালয়ে আসার সময় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক পার হতে গিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সের চাপায় গুরুতর আহত হয় মাসাপ্রু। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন জানান, নিহত শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।