ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সীমান্তে বিজিবিকে দেখে ৮০ লাখ টাকার স্বর্ণ ফেলে উধাও পাচারকারীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
সীমান্তে বিজিবিকে দেখে ৮০ লাখ টাকার স্বর্ণ ফেলে উধাও পাচারকারীরা

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবিকে দেখে ৮০ লাখ ৬৪ হাজার টাকার আটটি স্বর্ণের বার ফেলে পালিয়ে গেছেন পাচারকারীরা। যার ওজন এক কেজি আট গ্রাম।

 

স্বর্ণের বারগুলো ভারতে পাচার করার চেষ্টা চলছিল বলে জানায় বিজিবি।

বুধবার (১ মার্চ) কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া এলাকা থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

রাতে সাতক্ষীরা ৩৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনার একটি চালান দক্ষিণ সোনাবাড়িয়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হচ্ছে-এমন খবর পেয়ে বিজিবির একটি আভিযানিক দল মাদরা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ সোনাবাড়িয়া এলাকায় অবস্থান নেয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা ওই স্থানে তল্লাশি চালিয়ে আটটি স্বর্ণের বার পান। যার মূল্য ৮০ লাখ ৬৪ হাজার টাকা।

স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানায় বিজিবি।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।