নাটোর: নাটোরের লালপুরে মোটরসাইকেল-শ্যালোইঞ্জিন চালিত ভটভটি মুখোমুখি সংঘর্ষে মো. শামীম হোসেন (১৮) নামে এক আরোহী নিহত হয়েছে।
শনিবার (১১ মার্চ) বেলা ১১টার সময় উপজেলার ওয়ালিয়া-দয়ারামপুর সড়কের ফুলবাড়িয়া স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম হোসেন জেলার সিংড়া উপজেলার কতুয়াবাড়ি গ্রামের নুর মোহাম্মাদের ছেলে।
লালপুরের ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক) মো. আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শামীম তার মামার বাড়ি গ্রামে থাকতো। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে ওয়ালিয়া বাজার থেকে ধুপইল বাজারে যাওয়ার সময় ওয়ালিয়া-দয়ারামপুর সড়কের ফুলবাড়িয়া স্কুলের সামনে বিপরীত দিক থেকে আসা একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধুপইল বাজারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  পরে নিহতের মরদেহ উদ্ধার করে 
পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।  ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এসএম


 
                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                