সিলেট: সিলেটে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আশিক উদ্দিন (৩০) মাইক্রোবাসের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসের চালক তারেক মিয়া (২৫) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১১ মার্চ) দিনগত রাত ৩টার দিকে উপজেলার বারহাল ইউনিয়ন এলাকার বটেরতল মৌলভী তাহির আলী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিক সিলেটের কানাইঘাট উপজেলার বড়চাতল গ্রামের সামছউদ্দিনের ছেলে। আহত তারেক সিলেটের জকিগঞ্জ উপজেলার মৌগ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গভীর রাতে বটেরতল এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী আশিক নিহত ও মাইক্রোবাসের চালককে গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেটের জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে গভীর রাতে দুর্ঘটনা ঘটায় ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এনইউ/আরবি


 
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                