ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
নওগাঁয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা বিতরণ 

নওগাঁ: নওগাঁয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ‍্যে প্রনোদনা বিতরণ করা হয়েছে। একইসঙ্গে সদর উপজেলা পর্যায়ে ৩দিনব্যাপী কৃষি যন্ত্রপাতি মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃষকদের মধ্যে পণোদনা বিতরণ এবং কৃষি যন্ত্রপাতি মেলার উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব‍্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন।  

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম‍্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম‍্যান ইলিয়াস তুহিন রেজা, মহিলা ভাইস চেয়ারম‍্যান শাহনাজ আক্তার নাইস এবং স‍দর উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা নাজনীন বক্তব‍্য দেন।  

এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম কমলয় উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।