ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ব্রহ্মপুত্রে নদে ভাসছিল এক ব্যক্তির মরদেহ

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৮:১৫ পিএম, এপ্রিল ১৫, ২০২৩
ব্রহ্মপুত্রে নদে ভাসছিল এক  ব্যক্তির মরদেহ

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ব্রহ্মপুত্র নদে ভাসছিল এক অজ্ঞাত (৫২) ব্যক্তির মরদেহ। এ ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভাংনামারি ইউনিয়নের কাশিয়ার চর এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।  

এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান।

তিনি জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

তবে কেন বা কিভাবে এই মরদেহ নদে এসেছে তা এখনো জানা যায়নি। ঘটনার অনুসন্ধানে তদন্ত চলছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, বিস্তারিত পরে জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এসএম

বাংলাদেশ সময়: ৮:১৫ পিএম, এপ্রিল ১৫, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।