ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মা সেতু দিয়ে বাইক চলা শুরু সকাল ৬টায়, মানতে হবে যা যা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
পদ্মা সেতু দিয়ে বাইক চলা শুরু সকাল ৬টায়, মানতে হবে যা যা -ফাইল ছবি

ঢাকা: পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে শর্ত সাপেক্ষে পদ্মা সেতু দিয়ে সাময়িকভাবে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে সরকার। সে কারণে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে মোটরসাইকেল চলাচলের জন্য উন্মুক্ত হবে পদ্মা সেতু।

 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জানায়, এদিন সকাল ৬টা থেকে কতিপয় শর্ত সাপেক্ষে পদ্মা সেতু দিয়ে সাময়িকভাবে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।    শর্তগুলো হলো-

* নির্ধারিত টোল দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে সেতু পারাপার হতে পারবে।

* মোটরসাইকেলের জন্য নির্ধারিত টোলবুথ ও নির্ধারিত লেন ব্যবহার করতে হবে।

*  কোনো অবস্থাতেই নির্ধারিত লেন পরিবর্তন করা যাবে না।

* কোনো অবস্থাতেই ওভারটেকও করা যাবে না।

* চালক ও আরোহীকে অবশ্যই হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী ব্যবহার করতে হবে।

* কোনো অবস্থাতেই সেতুর ওপর দাঁড়ানো বা ছবি তোলা যাবে না।

* চালকসহ সর্বোচ্চ দুইজন মোটরসাইকেলে চড়তে পারবেন।

 
এসব শর্ত প্রতিপালন করে পদ্মা সেতু ব্যবহারের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে সবাই বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।


সেই সঙ্গে এসব শর্তাবলী ও শৃঙ্খলা না মানলে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের এ সুযোগ বাতিল করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এমআইএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।