ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিয়ালের কামড়ে ২০ জন আহত, আতঙ্কে গ্রামবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
শিয়ালের কামড়ে ২০ জন আহত, আতঙ্কে গ্রামবাসী

নীলফামারী: নীলফামারীর ডিমলায় শিয়ালের কামড়ে অন্তত ২০ জন গ্রামবাসী আহত হয়েছেন।

উপজেলার সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে ওই গ্রামে শিয়ালের আক্রমণের ঘটনা ঘটে।


পরে দুপুরে ওই শেয়ালকে মেরে ফেলে গ্রামবাসী।  

শিয়ালের কামড়ে আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এদিকে শিয়ালের উৎপাতে গ্রামে এখন
আতঙ্ক বিরাজ করছে।

রামডাঙ্গা গ্রামের বাসিন্দা মাসুদ ইসলাম বলেন, সকালে হঠাৎ করেই একটি শিয়াল গ্রামবাসীর ওপর আক্রমণ করে। দুপুরে পর্যন্ত শেয়ালের আক্রমণে অন্তত ১৪ জন গ্রামবাসী আহত হয়েছেন।

শিয়ালের কামড়ে আহত রফিকুল ইসলাম বলেন, সকালে ক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ একটি শিয়াল ক্ষেতে ঢুকে কামড়ানো শুরু করে। পায়ে কামড় দিয়ে শিয়ালটি পালিয়ে যায়। আমার পুরো শরীর এখন ব্যথা হয়ে আছে।  

নুর ইসলাম নামের একজন গ্রামবাসী বলেন, আমার মেয়ে নিশিতা আকতার (১৩) শিয়ালের কামড়ে আহত হয়েছে। তার পায়ে গুরুতর জখম করে শিয়ালটি পালিয়ে যায়।  

একই এলাকার আমির, খোকন, জিয়াসহ অন্তত ২০ জনকে শিয়ালটি কামড় দিয়েছে বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, শিয়ালের কামড়ে রামডাঙ্গা গ্রামের ১৬ জন বাসিন্দা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।