ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ৬ লাখ চিংড়ির রেণু পোনা জব্দ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, মে ১৯, ২০২৩
পাথরঘাটায় ৬ লাখ চিংড়ির রেণু পোনা জব্দ

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে ছয় লাখ চিংড়ির রেণু পোনা জব্দ করেছে কোস্টগার্ড।  

শুক্রবার (১৯ মে) বিকেলে পাথরঘাটা থানা সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ড থেকে ১২ ড্রাম ভর্তি রেণু পোনা জব্দ জব্দ করা হয়।

পরে জব্দ করা পোনা পাথরঘাটা খালে অবমুক্ত করা হয়।

কোস্টগার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতে পোনা গুলো খালে অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।