ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০০, অক্টোবর ৯, ২০২৫
জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি  মো. এরফানুল হক।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. এরফানুল হককে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) তাকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলি করে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।



সরকারি কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের এ পদটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।

খুলনা বিভাগীয় মো. ফিরোজ সরকারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে। তাকে নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের দায়িত্ব দেওয়া হবে।

এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।