ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

নিখোঁজ হওয়ার একদিন পর রেললাইনে মিলল গৃহবধূর মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, মে ২০, ২০২৩
নিখোঁজ হওয়ার একদিন পর রেললাইনে মিলল গৃহবধূর মরদেহ 

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর রেললাইনে পড়ে থাকা তুলসী রানী (৪৭) নামে এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে বুড়িমারী লালমনিরহাট রেলরুটের পাটগ্রাম উপজেলার কবরস্থান নামক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।

মৃত গৃহবধূ তুলসী রানী উপজেলার জোংরা ইউনিয়নের ডাঙ্গারপাড় এলাকার সুবল চন্দ্রের স্ত্রী।

মৃতের পরিবার ও স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন তুলসী রানীকে চিকিৎসা করিয়েও সুস্থতা করতে পারেনি তার পরিবার। প্রায় মাঝেমধ্যে বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে আবার ফিরে আসতেন।

শুক্রবার (১৯ মে) বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি তুলসী রানী। শনিবার সকালে স্থানীয়রা রেল লাইনে ট্রেনে কাটাপড়া তুলসী রানীর খণ্ডিত মরদেহ দেখে পরিবারকে খবর দেয়। পরে তারা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক জানান, বিষয়টি লালমনিরহাট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ২০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।