ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফুটপাতে পড়েছিল ভবঘুরের লাশ, ভ্যানে নেওয়া হলো ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জুন ২১, ২০২৩
ফুটপাতে পড়েছিল ভবঘুরের লাশ, ভ্যানে নেওয়া হলো ঢামেকে

ঢাকা: রাজধানীর বকশিবাজার মোড়ের ফুটপাত থেকে এক ভবঘুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম শাকিল (৪৫)।

বুধবার (২১ জুন) সন্ধ্যায় পথচারীরা তাকে ভ্যানে করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

‘কেয়ার বাংলাদেশ’ নামে একটি সংস্থার কর্মী মো. আলম হোসেন জানান, ওই ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। তাদের সংস্থায় নিয়মিত চিকিৎসা নিতেন। আজ (২১ জুন) সন্ধ্যায় বকশিবাজার মোড়ে ফুটপাতে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তখন পথচারীদের সহযোগিতায় ভ্যানে করে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। তার পরিবার পুরান ঢাকার বাংলাদেশ মাঠ এলাকায় থাকে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুন ২১, ২০২৩
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।