ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাছের ভেলায় খেলতে গিয়ে নরসুন্দা নদীতে ডুবে ২ কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
গাছের ভেলায় খেলতে গিয়ে নরসুন্দা নদীতে ডুবে ২ কিশোরের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে কলা গাছের ভেলায় ভেসে খেলা করার সময় নরসুন্দা নদীতে ডু্বে দুই কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় পানির স্রোতে ভেসে যাওয়া আরও চারজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার আচাগঁও ইউনিয়নের গারুয়া গ্রামের নরসুন্দা নদীতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার হরমুজ আলীর ছেলে সোহাগ মিয়া (১৪) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা ৩টার দিকে সোহাগ মিয়া ও কামরুল ইসলাম আরও চার কিশোরকে নিয়ে ওই নদীতে গোসল করতে যায়। সেখানে তারা কলা গাছের ভেলা ভাসিয়ে খেলাধুলা করছিল। খেলা করার একপর্যায়ে তারা নদীর স্রোতে ভেসে যায়। পরে নদীতে পেতে রাখা মাছ ধরার জালে গিয়ে আটকায় তারা।

এরপর স্থানীয়রা টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে বিকেল ৫টার দিকে তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ‍্য কমপ্রেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সোহাগ মিয়া ও কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

ওসি রাশেদুজ্জান আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।