ঢাকা, শুক্রবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, আগস্ট ১০, ২০২৩
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল কিশোরের

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে সাদিকুর রহমান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের মাঠে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত সাদিকুর রহমান একই গ্রামের আতিকুর রহমানের ছেলে। সে পেশায় কাঠমিস্ত্রি ছিল।

স্থানীয়রা জানান, সকালে খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন বোয়ালমারি এলাকা অতিক্রম করছিল। এ সময় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কাটা পড়ে সাদিকুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপ-পরিদর্শক মাসুদ রানা বাংলানিউজকে জানান, নিহত ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।