ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সাজেক থেকে ফেরার পথে ৩ নেত্রী ‘নিখোঁজ’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩০, সেপ্টেম্বর ২৪, ২০২৩
সাজেক থেকে ফেরার পথে ৩ নেত্রী ‘নিখোঁজ’  ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে সাজেক থেকে ফেরার পথে ৩ নেত্রী নিখোঁজ হয়েছেন।

পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ‘ইউপিডিএফ’ সমর্থিত নারী সংগঠন ‘হিল উইমেন্স ফেডারেশন’ এর কেন্দ্রীয় সদস্য তারা।

তারা হলেন - ‘হিল উইমেন্স ফেডারেশন’ এর আহ্বায়ক এ্যান্টি চাকমা, সদস্য কর্নিয়া চাকমা ও নিশা চাকমা।  

শনিবার (২৩ সেপ্টেম্বর) সাজেক থেকে ফেরার পথে জেলার দীঘিনালা থেকে তাদেরকে কে বা কারা তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ওই দিন রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান অপহৃতদের মুক্তির দাবি জানান।  

বিজ্ঞপ্তিতে ঘটনার জন্য নব্য মুখোশবাহিনীকে দায়ী করা হলেও সংগঠনের নাম উল্লেখ করা হয়নি।

তিন নারী নেত্রীকে তুলে নেওয়ার বিষয়ে দীঘিনালা থানার ওসি মো. আলী জানিয়েছেন, এ ব্যাপারে তাদের কাছে কেউ অভিযোগ দায়ের করেনি।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২৩
এডি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।