ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুই মাস সাতদিন পর দেশে এলো সৌদি প্রবাসী মুসার মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
দুই মাস সাতদিন পর দেশে এলো সৌদি প্রবাসী মুসার মরদেহ মো. আবু মুসা

সাতক্ষীরা: দীর্ঘ দুই মাস সাত দিন পর দেশে ফিরেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা এলাকার সৌদি প্রবাসী যুবক মো. আবু মুসার (২১) মরদেহ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে পরিবারের সদস্যরা তার মরদেহ গ্রহণ করেন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা গ্রামে আবু মুসাকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। আবু মুসা ওই গ্রামের গাজী রফিকুল ইসলাম মধুর ছেলে।

প্রসঙ্গত, গত ২৩ জুলাই সৌদি আরবের ‘নাজরান’ নামক এলাকায় পাহাড় কাটার সময় পাথর চাপা পড়ে মৃত্যু হয় তার।  

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।