ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৩৫

ফরিদপুর: ফরিদপুরের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৮৮ জনে।

 

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৩৩৫ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৩৬ জন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার মাঝিকান্দা এলাকার মোকলেছুর রহমানের স্ত্রী আকলিমা বেগম (৫০), জেলার সদরপুর উপজেলার আমিরাবাদ এলাকার আমির জমাদ্দারের ছেলে আব্দুর রব (৫৫) ও মাদারীপুরের শিবচর উপজেলার দত্তবাড়ি এলাকার জালাল খাঁর স্ত্রী রোকসানা বেগম (৪০)।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।

ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন ও ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন জন মারা গেছেন।  

সিভিল আরও সার্জন জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৮৮ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৮২৭ জন। এর মধ্যে ১৬ হাজার জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।