ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জনগণের কাছে বিএনপিকে মাফ চাইতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
জনগণের কাছে বিএনপিকে মাফ চাইতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মাগুরা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আবার জনগণকে ভোটমুখী করতে চাইলে আগে তাদের কাছে মাফ চান।

জনগণের সঙ্গে যে অন্যায় করেছেন, তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন, পুড়িয়ে মেরেছেন, ভুলে গেছেন ২০১৪-১৫ সালের কথা? ভুলে গেছেন জঙ্গি উত্থানের কথা? আগে জনগণের কাছে ক্ষমা চান, তাহলে কোনো দিন ক্ষমতায় এলেও আসতে পারেন।  

গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হবে জানিয়ে বিএনপির উদ্দেশে মন্ত্রী বলেন, ভোটে অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করুন। নির্বাচন ছাড়া কোরো উপায় নেই ক্ষমতায় যাওয়ার। আওয়ামী লীগ সরকার জনগণের সমর্থনে বিশ্বাস করে, কোনো ষড়যন্ত্রে বিশ্বাস করে না। বিদেশি প্রভুদের কাছে ঘুরছেন, আবার একটা ষড়যন্ত্র করার জন্য। কোনো ধরনের ষড়যন্ত্রে কোনো কাজ হবে না। দেশের মানুষের যদি চোখ খোলা থাকে, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।  

তিনি বলেন, বাংলার জনগণ আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। এদেশের মানুষ আর কোনোদিন অন্ধকারে যেতে চায় না।  তারা আলোকিত বাংলাদেশ দেখতে চায়। উন্নত বাংলাদেশ দেখতে চায়।  

আগামী দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নোমানী ময়দান মাঠে মাগুরা জেলা আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।  

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহর সভাপতিত্বে উন্নয়ন জনসভায় প্রধান বক্তার বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, বিশেষ অতিথির বক্তব্য দেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নির্মল চ্যাটার্জি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সী রেজাউল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।