ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উপহারের গ্রেনেডে প্রাণ গেল ইউক্রেনের সেনাপ্রধানের ঘনিষ্ঠ সহযোগীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
উপহারের গ্রেনেডে প্রাণ গেল ইউক্রেনের সেনাপ্রধানের ঘনিষ্ঠ সহযোগীর

জন্মদিনের উপহার গ্রেনেড। আর সেই গ্রেনেডেই গেল প্রাণ।

ইউক্রেনের বর্তমান সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনির ঘনিষ্ঠ এক সহযোগী উপহারের গ্রেনেডে প্রাণ হারালেন। বিবিসি।

নিহত সহযোগীর নাম মাজ হেনাদি চাস্তিয়াকভ। ৩৯ বছর বয়সী এই ব্যক্তি সহকর্মীদের কাছ থেকে পাওয়া উপহার নিয়ে নিজের ফ্ল্যাটে ফিরে আসেন। সন্তানকে নিয়ে উপহারগুলো খুলে দেখার সময় গ্রেনেডটি বিস্ফোরণ ঘটে।  

বিস্ফোরণে চাস্তিয়াকভ নিহত হয়েছেন। আর তার ১৩ বছর বয়সী সন্তান গুরুতর আহত হয়েছে।  

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লিমেনকো বলেন, চাস্তিয়াকভের ছেলে গ্রেনেডের রিং ঘোরাচ্ছিল। সন্তানের কাছ গ্রেনেডটি নিয়ে রিংটি টান দিতেই মর্মান্তিক এই বিস্ফোরণ ঘটে।  

আইনজীবীরা পরে স্পষ্ট করেন, চাস্তিয়াকভ তার ছেলের কাছ থেকে গ্রেনেডটি কেড়ে নেওয়ার চেষ্টা করার সময় ভুলবশত ফেলে দেন।

বিস্ফোরণটিকে করুণ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করে মন্ত্রী তদন্ত প্রতিবেদন আসার আগ পর্যন্ত লোকজনকে ধৈর্য ধরতে বলেছেন।  

পুলিশ বলছে, কিয়েভের শহরতলী চাইকিতে নিজ ফ্ল্যাটে দুর্ঘটনার শিকার হন চাস্তিয়াকভ। অসাবধানতাবশত ধরার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।  

তবে ফ্ল্যাটে আরও পাঁচটি গ্রেনেড পাওয়া গেছে। ক্লিমেনকো বলেন, সেনাবাহিনীতে এক সহকর্মীর কাছ থেকে এগুলো উপহার হিসেবে পেয়েছিলেন।

একই ধরনের দুটি গ্রেনেড সহকর্মীর কাছে পাওয়া যায়, যিনি সেনাবাহিনীর একজন কর্নেল।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।