ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

১১ দিনে ঢাকায় গ্রেপ্তার ১৬৯৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
১১ দিনে ঢাকায় গ্রেপ্তার ১৬৯৬

ঢাকা: গত ২৮ অক্টোবরে সহিংসতা ও এদিন ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে গত ১১ দিনে রাজধানীজুড়ে ১ হাজার ৬৯৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (০৭ নভেম্বর) সর্বশেষ রাজধানীর বিভিন্ন স্থান থেকে ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।



বুধবার (৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৮ অক্টোবর ৬৯৬ জন, ২৯ অক্টোবর ২৫৬ জন, ৩০ অক্টোবর ১৫৮ জন, ৩১ অক্টোবর ১৪১, ১ নভেম্বর ৯৬ জন, ২ নভেম্বর ৬০ জন, ৩ নভেম্বর ৫৮ জন, ৪ নভেম্বর ৩৭, ৫ নভেম্বর ৫২ জন, ৬ নভেম্বর ৮২ জন ও সর্বশেষ ৭ নভেম্বর ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ২৮ অক্টোবর ও পরবর্তী সহিংসতার ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় সর্বমোট ১১৭টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলাতেই এখন পর্যন্ত সর্বমোট ১ হাজার ৬৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৩
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।