ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাতে দোকানের সামনে থেকে ট্রাক্টর উধাও!

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
রাতে দোকানের সামনে থেকে ট্রাক্টর উধাও!

বরিশাল: বরিশালের গৌরনদীতে এক ব্যবসায়ীর একটি ট্রাক্টর (ট্রলি) চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।



ভুক্তভোগী ব্যবসায়ী মহিউদ্দিন হাওলাদার জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে পশ্চিম বেজহার এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাখা ট্রাক্টর বুধবার (২২ নভেম্বর) রাত দুইটার দিকে চুরি হয়েছে। এতে তার পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।