ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় মাছধরার ট্রলার ডুবিতে নিখোঁজ ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
হাতিয়ায় মাছধরার ট্রলার ডুবিতে নিখোঁজ ১ 

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে মাছধরার একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় ছয় জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

তবে এখনও নিখোঁজ এক জেলে।  

সোমবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অমিত কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন।  

এর আগে, রোববার (১০ ডিসেম্বর) মধ্যরাতের দিকে উপজেলার নলচিরা ইউনিয়নের নলচিরা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলে মৃদুল (২০) উপজেলার নলচিরা ইউনিয়নের ফজল মাঝি গ্রামের হরিবন্ধু দাসের ছেলে।  

এসআই অমিত কুমার সাহা জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে নলচিরা ঘাট এলাকা থেকে একটি বলগেট চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বলগেটটি মাছধরার একটি ট্রলারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটিতে সাতজন জেলে ছিল। পরে পাশে থাকা মাছ ধরার অন্য একটি ট্রলারের জেলেরা ডুবে যাওয়া ট্রলারের ছয় জেলেকে জীবিত উদ্ধার করলেও মৃদুল নামে এক জেলে নিখোঁজ থাকে।  

নিখোঁজ ওই জেলেকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে নৌ-পুলিশ জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।