ঢাকা, বুধবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৫ অক্টোবর ২০২৫, ২২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মিরপুরে অগ্নিকাণ্ডস্থলে ফায়ার সার্ভিসের ‘হ্যাজমেট টিম’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৬, অক্টোবর ১৫, ২০২৫
মিরপুরে অগ্নিকাণ্ডস্থলে ফায়ার সার্ভিসের ‘হ্যাজমেট টিম’ অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিসের হ্যাজমেট টিম।

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১৫ অক্টোবর) মিরপুরে ওই অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছে ফায়ার সার্ভিসের ‘হ্যাজমেট টিম’।

 ফায়ার সার্ভিসের একটি বিশেষায়িত টিম হলো হ্যাজমেট টিম। যারা প্রয়োজনীয় ইকুপমেন্ট ব্যবহার করে কেমিক্যাল আগুন সংক্রান্ত ঘটনাস্থলে কাজ করে থাকে।

বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের একটি ‘হ্যাজমেট টিম’ অগ্নিকাণ্ডস্থলে পৌঁছে পরিদর্শন কার্যক্রম শুরু করে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে আমাদের হ্যাজমেট টিম ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন শুরু করে। টিমের চার সদস্য নিয়ে কাজ করছে।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সাংবাদিকদের বলেন, কোনো এলাকায় অনুমোদনহীন গোডাউন গড়ে উঠলে প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, যথাযথ নিয়ম মেনে যেন কেমিক্যাল গোডাউন স্থাপন করা হয়।

এর আগে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও একটি রাসায়নিক গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বেলা ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়। আগুন নেভানোর পর পোশাক কারখানার দো-তিনতলা থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। ভবনের নিচতলায় আগুনের তীব্রতা এবং ছাদে ওঠার দরজা দুটি তালাবদ্ধ থাকায় অনেকে বাইরে বেরোতে পারেননি। ফলে দো-তিনতলায় আটকে পড়ে পুড়ে মারা যান তারা।

এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।