ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৫, ডিসেম্বর ১৫, ২০২৩
ঠাকুরগাঁওয়ে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ 

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া থেকে দেবীগঞ্জ মহাসড়কে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে গড়েয়া দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন পুরাতন গড়েয়া ঢাকাইয়া পাড়ার আ. মামুনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন মোটরসাইকেলে করে বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা হলে রাস্তা পারাপারের সময় ট্রলির সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান আল আমিন। ঘটনাস্থলে স্থানীয় লোকজন এসে তার মরদেহ উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।