ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুর পল্লী বিদ্যুতের জিএমসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
গাজীপুর পল্লী বিদ্যুতের জিএমসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

গাজীপুর: গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক সিনিয়র জেনারেল ম্যানেজারসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৭৯ লাখ ৪০ হাজার ৩০৩ টাকার মালামাল আত্মসাৎ ও এতে সহযোগিতার দায়ে বুধবার (৬ মার্চ) দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি করেন।

দুদকের এ মামলায় আসামিরা হলেন-ঠিকাদার মো. মামুন উর রশিদ, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর তৎকালীন সিনিয়র জিএম প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল, এজিএম (ইএন্ডসি) এসএম নাহিদ সিরাজ, সাবেক সহকারী প্রকৌশলী মো. নুরুল ইসলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার উজ্জ্বল চন্দ্র সরকার ও স্টোর কিপার আব্দুল হামিদ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লাইন রক্ষণাবেক্ষণ, ফিডার লোড ব্যালেন্সিং, আপগ্রেডেশন ও লাইন নির্মাণ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। পরে ঠিকাদার মো. মামুন উর রশিদ তিনটি প্রতিষ্ঠানের নামে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরি করে ভুয়া দরপত্র দাখিল করেন। একপর্যায়ে পল্লী সমিতির কর্মকর্তারা যাচাই-বাছাই ছাড়াই কোনো রকম চুক্তি সম্পাদন ছাড়া ভুয়া প্রতিষ্ঠানের নামে কার্যাদেশ প্রদান করেন। পরে ওই ঠিকাদার গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর  কর্মকর্তাদের যোগসাজশে চাহিদাপত্র ঘষামাজা (টেম্পারিং) করে তিনটি প্রতিষ্ঠানের নামে ৪ কোটি ৪৬ লাখ টাকার মালামাল উত্তোলন করে। কিন্তু উত্তোলিত মালামাল দিয়ে নির্ধারিত সময়ে অধিকাংশ নির্মাণ কাজ সম্পন্ন না করে আত্মসাতের চেষ্টা করলে পুলিশের সহায়তায় তার গোডাউন থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়। বাকি ৭৯ লাখ ৪০ হাজার ৩০৩ টাকার মালামাল ঠিকাদার মো. মামুন উর রশিদ আত্মসাৎ করছে বলে অনুসন্ধানকারী কর্মকর্তা মো. সেলিম মিয়া তার প্রতিবেদনে উল্লেখ করেন।

দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক বায়েজিদুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।