ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

চকবাজারে রাসায়নিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
চকবাজারে রাসায়নিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগে একটি রাসায়নিকের গুদামে (কেমিক্যাল গোডাউন) আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ।

তিনি জানান, রাত ৩টা ৩০ মিনিটের দিকে পুরান ঢাকার চকবাজারের ইসলামবাগের ওই গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৪৫৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।