ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিক নিহত, আহত ৩

অস্থায়ী সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মে ২০, ২০২৪
সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিক নিহত, আহত ৩

সুনামগঞ্জ: জেলার দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে দুই বালু শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

 

সোমবার (২০ মে) দুপুরে নরসিংপুর ইউনিয়নের চেলানদীর সোনাপুর-পূর্বচাইরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।  
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও গণেশপুর গ্রামের আনছার উদ্দিনের ছেলে দুলন মিয়া (২৮) ও বাহাদুরপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে কদ্দুস মিয়া।  

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নৌকা নিয়ে চেলানদীতে বালু উত্তোলন করতে আসে একদল শ্রমিক। এ সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়। কিছুক্ষণ পর ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এতে শ্রমিক কুদ্দুস মিয়া ঘটনাস্থলে নিহত হন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুলন মিয়াকেও মৃত ঘোষণা করেন।  

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ২০ মে, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।