ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লংগদুতে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
লংগদুতে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু প্রতীকী ছবি

রাঙামাটি: রাঙামাটির লংগদু উপজেলায় বন্যহাতির আক্রমণে আরজা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

সোমবার (১৫ জুলাই) সকালে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়ায় আরজা বেগমের বাড়িতে বন্যহাতির দল আক্রমণ চালায়। এসময় হাতির আক্রমণে ঘটনাস্থলেই প্রাণ হারান আরজা। হাতির দলটি এসময় তার বাড়ি তছনছ করে দেয়।

আরজা রাঙ্গীপাড়া ফরেস্ট অফিস এলাকার মৃত জহিরুল ইসলামের স্ত্রী।
 
ওসি বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।