ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কোটা আন্দোলনে সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিশন গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ১, ২০২৪
কোটা আন্দোলনে সহিংসতা: ৩ সদস্যের তদন্ত কমিশন গঠন

ঢাকা: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়েছে।  

বৃহস্পতিবার (১ আগস্ট) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কমিশনের সভাপতির দায়িত্ব পালন করবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শওকত আলী চৌধুরী।

গেজেটে বলা হয়েছে, গেল ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত সহিংসতা ও সংঘর্ষে নিহদের মৃত্যুরকারণ ও দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে কাজ করবে এ কমিশন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা,আগস্ট ০১,২০২৪
জিসিজি/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।