ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

৯ দফা দাবিতে টাঙ্গাইলে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, আগস্ট ৩, ২০২৪
৯ দফা দাবিতে টাঙ্গাইলে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ মিছিল

টাঙ্গাইল: কোট আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদ এবং নয় দফা দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা।  

শনিবার (৩ আগস্ট) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষার্থী জড়ো হন।

পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করেন তারা। এসময় টাঙ্গাইল শহরের সব ধরনের ব্যবস্থা প্রতিষ্ঠান ও যান চলাচল বন্ধ থাকে।

বিক্ষোভ মিছিলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকসহ সাধারণ জনগণও অংশ নেন। এসময় পুরো শহরে উত্তেজনা বিরাজ করে। তবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।