ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু প্রতীকী ফটো

মাদারীপুর: মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আহত সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মহসিন আকন (৬২) মারা গেছেন।

রোববার (৯ সেপ্টেম্বর) রাতে ঢাকার মালিবাগ এলাকার পিপলস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



নিহত মহসিন মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

জানা গেছে, সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মহসিন আকনের মেয়ের জামাই সাঈদ বেপারী এওজ গ্রামে সম্প্রতি একটি জমি কিনে। ওই জমি নিয়ে মজিবর মুন্সীর সাথে বিরোধ চলে আসছে তার। ৫ সেপ্টেম্বর রাতে এওজ বাজারের কাছে একা পেয়ে মজিবর মুন্সীর লোকজন ধারালো অস্ত্র দিয়ে আকনকে কুপিয়ে জখম করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা মহসিনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠায়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে মারা যান সাবেক এই ইউপি সদস্য।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।