ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে স্বর্ণালংকার ও ৬৮ লাখ টাকা জব্দ

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
মির্জাপুরে স্বর্ণালংকার ও ৬৮ লাখ টাকা জব্দ

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে জুয়েলারি একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও ৬৮ লাখ ১৬ হাজার টাকা জব্দ করেছে যৌথবাহিনী।  

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মির্জাপুর বাজারের ইটালি প্লাজা মার্কেটে এমআর জুয়েলারি স্টোর নামে দোকানে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

 

অভিযান সূত্রে জানা গেছে, মির্জাপুর বাজারের ইটালি প্লাজা মার্কেটে এমআর জুয়েলারি স্টোর দোকানের মালিক মজিবর রহমান দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্বর্ণ চোরাচালান করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে এমন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী ওই স্বর্ণের দোকানে অভিযান চালায়। এছাড়া পৌরসভা সদরের থানারোড এলাকায় অবস্থিত মজিবর রহমানের ফ্ল্যাট বাসাতে তল্লাশি করেন। স্বর্ণের দোকান থেকে চারটি স্বর্ণবার, ১৭২টি চেন, আংটি ২৯টি, বালা আটটি, কানের দুল ১০ জোড়াসহ সর্বমোট ১০৪ ভরি স্বর্ণ, ৬৮ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। বর্তমানে স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা।
অভিযানে মির্জাপুর ক্যাম্প কমান্ডার মেজর সাদীক, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, টাঙ্গাইল জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তা পারভেজ রেজা, দেওহাটা ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন, মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান, জহিরুল ইসলাম, আনোয়ার হোসেনসহ বিপুল পরিমাণ পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।  

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, গোপন খবরের ভিত্তিতে জুয়েলারি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।