ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গ্রাহকদের ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা বন্ধু মিতালি ফাউন্ডেশন, প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
গ্রাহকদের ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা বন্ধু মিতালি ফাউন্ডেশন, প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ: নওগাঁর বন্ধু মিতালি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী (এমডি) নাজিম উদ্দিন তনু গ্রাহকদের ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা রয়েছেন। এ ঘটনায় টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের মুক্তির মোর শহিদ মিনার চত্বরে প্রায় দুই শতাধিক ভুক্তভোগী পরিবার মানববন্ধন করেন।

মানববন্ধনে শারমিন আক্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- এমামুল হক, আব্দুল জলিল, সামসুর রহমান, নাসরিন আক্তার, মাসুদা, মনসের, জনাব সহ প্রায় দুই শতাধিক ভুক্তভোগী পরিবার।

মানববন্ধনে নওগাঁর মান্দা উপজেলার দক্ষিণ মইনুম গ্রামের জাহানার বেগম জানান, ভিক্ষা করে তিনি সংসার চালান। ৫ বছর আগে মায়ের বাড়ি থেকে পাওয়া এক কাঠা জমি বিক্রি করে আড়াই লাখ টাকা বন্ধু মিতালি ফাউন্ডেশনের কাছে জমা রেখেছিলেন মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু হঠাৎ করে গ্রাহকদের প্রায় ৬০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে বন্ধু মিতালি ফাউন্ডেশনের এমডি নাজিম উদ্দিন তনু।  

আরেক ভুক্তভোগী ধানের চাতালের শ্রমিক মাসুদা। তিনি জানান, তার স্বামী মারা গেছে বহু আগে। এরপর শেষ অবলম্বন ছেলেও রোগে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর তিনি ধানের চাতাল এবং মানুষের বাড়িতে কাজ করে অল্প অল্প করে টাকা জমিয়ে রেখেছিলেন বন্ধু মিতালি ফাউন্ডেশনে। আমাদের টাকা নিয়ে বেগে যাওয়ায় আমরা নিঃস্ব হয়ে গেলাম।  

এ বিষয়ে জেলা সমবায় কর্মকর্তা খোন্দকার মনিরুল ইসলাম জানান, নওগাঁতে সাড়ে ৪০০ ঋণদানকারী সমিতির কার্যক্রম বর্তমানে চলমান আছে। যেগুলো সমবায় সমিতি সম্প্রতি গ্রাহকদের সঞ্চয়ের টাকা ফেরত না দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে এসব সমিতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, নওগাঁ প্রতি মাসে দুটি করে সমবায় ও ঋণদান সমিতি লাপাত্তা হওয়ার ঘটনা ঘটেছে। চলতি বছর আটটি সমবায় ও ঋণদান সমিতি প্রায় হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে। এতে নিঃস্ব হচ্ছে হাজারও পরিবার।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।