ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সেচের পানি নিয়ে বিরোধ, কৃষককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৪
বগুড়ায় সেচের পানি নিয়ে বিরোধ, কৃষককে কুপিয়ে হত্যা

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলায় পানি সেচ দেওয়া নিয়ে বিরোধের জেরে সজল উদ্দিন (৪৮) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন।  এ ঘটনায় আহত হয়েছেন দুজন।

 

রোববার (০৮ ডিসেম্বর) সকালে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন একই এলাকার নুরুল ইসলামের ছেলে সোহেল (৩৫) ও রুবেল (৪৫)। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, জমিতে পানি সেচ দেওয়া নিয়ে সকালে তেলিহাটা গ্রামের সজলের সঙ্গে স্থানীয় সিরাজ ও তার ছেলে জনির ঝগড়া হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে সজল ঘটনাস্থলেই নিহত হন। এতে আহত হন সোহেল ও রুবেল। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এদিকে সজলের মৃত্যুর খবর জানাজানি হলে ক্ষোভে নিহতের স্বজনরা অভিযুক্তদের ঘরবাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
কেইউএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।