ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সীমান্তে মিলল চা শ্রমিক গোপালের গুলিবিদ্ধ মরদেহ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
সীমান্তে মিলল চা শ্রমিক গোপালের গুলিবিদ্ধ মরদেহ মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে এক গোপাল বাগতি নামে এক চা শ্রমিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার বলছে, বিএসএফ তাকে গুলি করে হত্যা করেছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম বাংলানিউজকে জানান, রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বিজিবি-৫২ ব্যাটালিয়নের টিলা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩৯১ ও ১৩৯২ এর জিরো লাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গোপালের দেহে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।  

গোপাল বাগতি বড়লের নিউ সমনবাগ চা বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অকিল বাগতির ছেলে।  
 
পরিবারের দাবি, পাহাড়ি সীমান্ত থেকে বাঁশ আনতে গেলে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়। যদিও তা নিশ্চিত হওয়া যায়নি।

স্বজনরা বলছেন, গোপাল গত শনিবার (২১ ডিসেম্বর) সকালে আরও কয়েকজন শ্রমিকের সঙ্গে বাঁশ আনতে বাড়ি থেকে বেরিয়ে দুর্গম পাহাড়ের যান। রাতে বাড়ি ফেরেননি। রোববার ভোরের দিকে খবর আসে ওই স্থানে তার মরদেহ পড়ে আছে। পরে বিজিবি ও থানা পুলিশের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়।  

সময়: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
বিবিবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।