ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় কৃষককে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
আলমডাঙ্গায় কৃষককে কুপিয়ে হত্যা পুলিশের কাছে হত্যার বর্ণনা দিচ্ছেন স্থানীয়রা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আহমেদ শরীফ ওরফে ছোট বুড়ো (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। এসময় চারজন আহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়া গ্রামের মাঝেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরীফ রামদিয়া গ্রামের মৃত বিশারত আলীর ছেলে।  

আহতরা হলেন- একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে আব্দুল আলিম (৪০), সেলিম (৫৫), সেলিমের ছেলে সোয়াইব (৩৩) ও পল্টু আহমেদ।

পুলিশ জানায়, রামদিয়া গ্রামের আনসার আলী ও ফরিদ জোয়ার্দার গ্রুপের সঙ্গে একই গ্রামের পল্টু ও হালিম গ্রুপের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এর আগে গত ১২ আগস্ট দুই গ্রুপের মধ্যে কয়েক দফা হামলা-পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর থেকে পল্টু-হালিম গ্রুপের লোকজন বাড়ি ছাড়া ছিলেন। রোববার সন্ধ্যায় শরীফসহ পল্টু ও হালিম গ্রুপের কয়েকজনকে মাঝেরপাড়ার মসজিদের সামনে পেয়ে আনসার-ফরিদ গ্রুপের লোকজন হামলা চালান। এসময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীফকে হত্যা করা হয়। ঘটনার সময় পল্টুসহ চারজন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।