ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খেজুর রস খেতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
খেজুর রস খেতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ স্লোগান দিয়ে আটক ১৫ জন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগান দেওয়ায় ১৫ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।  

আটকদের বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠায় পুলিশ।

এর আগে এদিন ভোরের দিকে পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রাম থেকে তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয় জনতা।  

আটকরা হলেন- নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউরা গ্রামের আরমান মিয়া (১৯), সারোয়ার জাহান সিয়াম (১৯), রিফাত (১৮), ইকবাল হোসনে শুভ (১৮), রাহাতুল ইসলাম (১৯), মোজাহিদ ইসলাম জিহাদ (১৯), ওয়াশেরপুর গ্রামের মো. আবু সাঈদ (১৯), মো. রাজন (১৯), ইয়াসিন (২০), আরফিন শুভ (১৯), অমিত (১৮), সাউদপাড়া গ্রামের আবু সুফিয়ান শাওন (১৯), আশিকুর রহমান (১৯), তাম্বুলিপাড়া গ্রামের জয় বর্মন (১৮) ও এক কিশোর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া উপজেলায় বিভিন্ন এলাকায় অনেক খেজুর গাছ রয়েছে। শীতের শুরুতেই খেজুরের রস খেতে আসেন অনেক লোকজন। এ জন্য খেজুরের রস খেতে ভোরে আসতে হয়। বুধবার ভোরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে পাঁচটি মোটরসাইকেলে করে ১৪ যুবক ও এক কিশোর খেজুরের রস খেতে পাকুন্দিয়া পৌর এলাকার শ্রীরামদী গ্রামে আসেন। সেখান থেকে খেজুরের রস খাওয়া শেষ করে বাড়ি ফেরার সময় তারা একযোগে ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’, ‘বঙ্গবন্ধুর বাংলায় ইউনূস সরকারের ঠাঁই নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে স্লোগান দিতে থাকেন। এসব স্লোগান শুনে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ১৫ যুবক ও কিশোরকে থানায় নিয়ে যায়।  

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, ১৫ জনকে আটক করে থানায় আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কিশোরগেঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।