ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
বরিশালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার  ছবি: প্রতীকী

বরিশাল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে পৃথকভাবে ঝটিকা মিছিল ও কেক কাটা কর্মসূচি পালন করায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- তারেক শাহ, এনামুল হাসান, আবু সাইম চৌধুরী, নগরীর ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ গাজী, মহানগর ছাত্রলীগের সদস্য মহিউদ্দিন সিকদার, ১৩ নম্বর ওয়ার্ড সদস্য রাব্বি হাওলাদার শান্ত, ১৭ নম্বর ওয়ার্ডের সদস্য আতিকুল ইসলাম জিহাদ ও মশিউর রহমান।

জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে নগরীতে পৃথক স্থানে ঝটিকা মিছিল বের করে নেতাকর্মীরা। এছাড়া কেক কাটা হয়। এসব কর্মসূচি পালনের ভিডিও ফেসবুকে প্রচার করে। এরপর নগরীতে অভিযানে নেমে আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।  

কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, গ্রেপ্তার আটজনকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার (৪ জানুয়ারি) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।