ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাতের অন্ধকারে টর্চলাইট হাতে দু’পক্ষের সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
রাতের অন্ধকারে টর্চলাইট হাতে দু’পক্ষের সংঘর্ষ রাতের অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ

হবিগঞ্জ: হবিগঞ্জের লাখাই উপজেলায় ধলাই নদীর জলমহাল দখল নিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও বিএনপি নেতার লোকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে।

উপজেলার স্বজনগ্রামে বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ সংঘর্ষ রাত সাড়ে ৮টা পর্যন্ত চলছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার পর্যন্ত স্থানীয় ধলাই নদীর ৩ নম্বর অংশের জলমহাল বিএনপি নেতা ও লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রূপনের দখলে ছিল।
সন্ধ্যায় লাখাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারিছ মিয়া ও তার লোকজন জলমহাল থেকে জোরপূর্বক মাছ ধরতে যান। এ সময় রূপনের লোকজন বাধা দিলে দুপক্ষে মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পাঁচ শতাধিক লোক হাওরের দুই দিকে অবস্থান নিয়ে দেশীয় অস্ত্র ছোড়াছুড়ি করছেন। এতে প্রায় অর্ধশত লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, আরিফ আহমেদ রূপন ধলাই নদীর ৩ নম্বর অংশ লিজ নিয়েছেন। বুধবার সন্ধ্যায় হরিছের লোকজন জোরপূর্বক দখল করতে গেলে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়।

তিনি আরও বলেন, পুলিশ সংঘর্ষ থামানোর চেষ্টা করছে। তবে রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত থামানো যায়নি। রাতের অন্ধকারে সংঘর্ষকারীরা টর্চলাইট ব্যবহার করে একে অন্যের ওপর হামলা করছেন।

আহত কয়েকজনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।