ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪২, জানুয়ারি ৯, ২০২৫
ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক এক

ভোলা: ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি ও চারটি হাত বোমাসহ তোফায়েল ফরাজি নামে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) উপজেলার পশ্চিম ইলিশা থেকে তাকে আটক করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানিয়েছে, দীর্ঘদিন ধরে ভোলা সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব কাজীচর এলাকায় তোফায়েল আহমদ ফরাজির নেতৃত্বে একটি সক্রিয় সন্ত্রাসী দল জমি দখল, চাঁদাবাজি, অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানা যায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইন ভোলা কর্তৃক মাস্টার কলোনি সংলগ্ন এলাকায় বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।  

অভিযান চলাকালীন ওই এলাকা থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড তাজা গুলি, একটি হাতবোমা এবং একটি পাসপোর্টসহ তোফায়েল আহমদ ফরাজীকে (৫০) আটক করা হয়।  

আটক তোফায়েল তোলা সদর উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা। জব্দকৃত সব আলামতসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।