ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে শিক্ষার্থীসহ সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
রাজধানীতে শিক্ষার্থীসহ সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা: রাজধানীর কুড়িলে বাসের ধাক্কায় ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে আকিকুল ইসলাম মণ্ডল (৩৫) নামে এক ভ্যানচালক ও ধোলাইপাড় ডেন্টাল হসপিটালের সামনে আরাফাত তাজিব চয়ন (১৭) নামে সিটি কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে কুড়িলে ও সোমবার দিনগত রাত দেড়টায় ধোলাইপাড়ে এ পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত আকিকুলের বাড়ি ময়মনসিংহ ধোবাউরা উপজেলার টাংগাটী গ্রামে। তিন ছেলে ও স্ত্রীকে নিয়ে বর্তমানে কুড়িলের মৃধাবাড়ি এলাকায় থাকতেন।  

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. ইব্রাহিম হোসেন রাকিব জানান, ওই ব্যক্তি পায়ে চালিত ভ্যান কুড়িল ফ্লাইওভার দিয়ে চালিয়ে যাচ্ছিলেন। তখন একটি বাস ভ্যানটিতে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। আর ছিটকে ফ্লাইওভার থেকে নিচে রাস্তায় পড়েন ভ্যানচালক। গুরুতর অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত  আকিকুলের ভাতিজি মোছা. রোকেয়া আক্তার জানান, উত্তরা এলাকার একটি পরিবার নিজেদের বাসা পরিবর্তন করে ভাটারা এলাকায় আসবে। সেই বাসার আসবাবপত্র আনার জন্য উত্তরার দিকে যাচ্ছিলেন আকিকুল। রাস্তায় জ্যাম আর খানাখন্দ থাকায় হয়ত তিনি ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছিলেন। এর কিছুক্ষণ পর তার দুর্ঘটনার খবর শুনতে পান তারা।  

ঢামেক হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, নিহত আরাফাতের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায়। তিনি সিটি কলেজের উচ্চমাধ্যমিক ১ম বর্ষের ছাত্র ছিলেন।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইন উদ্দিন তালুকদার জানান, ধোলাইপাড় ডেন্টাল হাসপাতালের সামনে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে আরাফাত (১৭) ও তার বন্ধু সায়েদ (১৮)। তখন পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে আরাফাতকে সোমবার দিনগত রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘটনার পড় ট্রাকটি জব্দ হলেও চালক পালিয়েছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিহত আরাফাতের চাচা কামাল হোসেন জানান, পরিবারের সঙ্গে আরাফাত কদমতলীর পূর্ব জুরাইন ঋষিপাড়ায় থাকত। তার বাবার নাম হুমায়ুন কবির। সোমবার রাতে বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন আরাফাত ও সায়েদ। ধোলাইপাড় সালাউদ্দিন তেল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বের হওয়ার পর কিছুদূর গেলে ওই ট্রাকটিকে ওভারটেক করার সময় ধাক্কা লেগে ছিটকে পড়ে বলে জানতে পেরেছেন তারা।

বাংলাদেশ সময়: ০০২২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।