ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নান্দাইলে জমি কিনতে না পেরে বসতঘর ভেঙে নিয়ে গেলেন প্রভাবশালীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
নান্দাইলে জমি কিনতে না পেরে বসতঘর ভেঙে নিয়ে গেলেন প্রভাবশালীরা

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে জমি কিনতে না পেরে বসতঘর ভেঙে নিয়ে গেছেন প্রভাবশালীরা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

   

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।        

প্রভাবশালী করম আলী উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের এক নম্বর কুরাটি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। তার ছেলে মুর্তুজ আলী, আলী হোসেন, সুজন ও মোমেন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

গত ৫ জানুয়ারি প্রকাশ্যে দিবালোকে নান্দাইল উপজেলার কুরাটি গ্রামে এ ঘটনা ঘটে।  

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহম্মেদ জানান, জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের মধ্যে দুইটা মামলা চলমান। এ ঘটনায় তদন্ত চলছে। বসতবাড়ি ভেঙে নেওয়ার ঘটনা আমরা জানা নেই।  

ভুক্তভোগী খাইরুল ইসলামের অভিযোগ, বিগত কিছুদিন আগে আমি বাড়ির পাশে পার্শ্ববর্তী ধুরুয়া গ্রামের আবুল হাসেম ও সিদ্দিকের কাছ থেকে ৩০ শতক জমি ক্রয় করে একটি বসত ঘর নির্মাণ করি। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় প্রভাবশালী মুর্তজ আলী ও আলী হোসেন গংরা গত বছরের ২১ সেপ্টম্বর আমার বসত ঘর ভাঙচুর করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে আসামিরা জামিনে গিয়ে চলতি বছরের ৫ জানুয়ারি সন্ত্রাসী হামলায় তাণ্ডব সৃষ্টি করে আমার বসতঘর ভেঙে নিয়ে গেছে।  

ভুক্তভোগী আরও জানান, প্রভাবশালী মুর্তুজ আলী ও আলী হোসেন গংরা এই জমিটি কম দামে কিনতে চেয়েছিল। কিন্তু আবুল হাসেম ও তার ভাই সিদ্দিক দরদাম করে জমিটি আমার কাছে বিক্রি করছে। এতে ক্ষুব্ধ হয়ে তারা আমার বসতবাড়িতে স্বশস্ত্র হামলা চালিয়ে আমার বসতঘর ভেঙে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা মোটরসাইকেল ও সিএনজি ভাঙচুর করে প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধন করেছে, বলেও দাবি খাইরুল ইসলামের।

এই বিষয়ে জানতে চাইলে মুর্তুজ আলী বলেন, আমরা জমিটি কিনেছি। এটা নিয়ে খায়রুলদের সঙ্গে আদালতে মামলা চলছে। আমরা তাদের বাড়িঘর ভেঙে দেইনি।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।