ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
শেরপুরে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

বগুড়া: বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৬৫) নিহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলার উপ কর কমিশনারের কার্যালয়ের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

 

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মো. আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে,  বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে কলেজ রোডের বিপরীত পাশে উপজেলা উপ কর কমিশনের সামনে রোড ডিভাইডার পার হওয়ার সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর মরদেহের ওপর দিয়ে কয়েকটি গাড়ি যাওয়ায় সেটি পিষ্ট হয়ে গেছে। এ কারণে নিহত ব্যক্তিকে দেখে পরিচয় শনাক্ত করার মতো অবস্থা নেই।

স্থানীয়রা বলছেন, নিহত ব্যক্তি ট্রেসারে ভর করে রোড ডিভাইডার পার হওয়ার সময় কোনো একটি অজ্ঞাত যানবাহনের ধাক্কায় নিহত
হয়েছেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মো. আজিজুল ইসলাম বলেন, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশের সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।