ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, জানুয়ারি ১৬, ২০২৫
শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদরাসাছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাইক্রোবাস চাপায় ইয়াহিয়া মিয়া (৯) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার নসরতপুর এলাকায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইয়াহিয়া ওই গ্রামের হেলাল মিয়ার ছেলে ও নসরতপুর হাফিজিয়া মাদরাসার ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াহিয়া বৃহস্পতিবার দুপুরে মাদরাসা থেকে বের হয়ে বাইপাস সড়ক ধরে বাড়ি ফিরছিল। পথে হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস চাপায় গুরুতর আহত হয় সে। পরে শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসচালক গাড়ি নিয়ে পালিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা এ ঘটনা আপোষে মীমাংসার উদ্যোগ নিয়েছেন।

এছাড়া নিহত মাদরাসাছাত্রের পরিবার ময়নাতদন্ত ছাড়া তার মরদেহটি দাফন করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর আবেদন করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।